০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্গাপূজার উৎসব চলাকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশিষ সরকার আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের সুজিত চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে আশিষ সরকার তার স্ত্রী-সন্তানকে নিয়ে বাইরে ছিলেন। রাতের কোনো একসময় চোরেরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্র তছনছ করে। ভুক্তভোগী আশিষ সরকার অভিযোগ করে জানান, চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি বলেন, পূজার আয়োজনের কারণে আমরা সবাই বাইরে ছিলাম।...