শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরফ্যাশন ও মনপুরার ২১টি পূজামণ্ডপে পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতাদের হাতে অনুদান তুলে দেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে।” শুধু পূজামণ্ডপ পরিদর্শন নয়, পূজার পাশাপাশি তিনি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমও উদ্বোধন করেন। চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন স্থানে ৫ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চোখের পরীক্ষা, প্রাথমিক...