০৩ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলাজুড়ে ছাত্র-জনতা বিক্ষোভের ডাক দিয়েছে। এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ শুক্রবার (৩ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, একাত্মতা। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে একসাথে এই দাবিতে রাজপথে দেখা হবে।’ এর আগের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা এবং বিকেল ৫টায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় পৃথক ব্লকেড কর্মসূচি পালিত হয়। সোনাইমুড়ী চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচির ফলে নোয়াখালী-কুমিল্লা ও চৌমুহনী-রামগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলাকালে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয়। ব্লকেড কর্মসূচির আয়োজন করে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’,...