বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে দিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় কুমিল্লায় ৪২টি মামলা হলেও আসামি ধরা পড়েছে হাতেগোনা কয়েকজন। মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন বিএনপি-জামায়াতের কয়েকজন নেতা। অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাতে মরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ। নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিনহাদুল হাসান রাফি গ্রেপ্তার হলেও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস এখনো অধরা। জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই টোকাই...