তাদের মতে, ভাইজানের জীবন কোনো চলচ্চিত্রের থেকে কোনো অংশে কম নয়। অথচ সেই ভাইজানের সঙ্গে তুলনা করলেন বলি পোশাকশিল্পী আবু জানি-সন্দীপ খোসলা। বললেন ইব্রাহিম আলি খানই এ যুগের সালমান খান। আবু জানি-সন্দীপ খোসলা বলেন, জন্মের পর থেকেই তারকাসুলভ ইব্রাহিম খান। সালমান খানের মতো হয়ে ওঠার ক্ষমতা একমাত্র ইব্রাহিমেরই আছে। এ দুই পোশাকশিল্পী বলেন, ইব্রাহিম হলো জন্মতারকা। ওকে সুপারস্টারও বলা যায়। এ যুগের সালমান খান উনি। ওর মধ্যে এমন একটা ব্যাপার আছে, যেটি আর কারও মধ্যে নেই। আরও পড়ুনআরও পড়ুনজাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান ভাইজানের জীবনে এসেছেন একাধিক নায়িকা এসেছে। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলি খান, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আরও অনেকেই। তবে কারও সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি। সেই নিয়ে চর্চা...