বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জেলায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে কুয়াকাটা, কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি ও দমকা হাওয়া আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। এদিকে সাতক্ষীরায় কয়েকদিন...