গায়িকা জুবিন গার্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুতে আসামের পুলিশ বৃহস্পতিবার এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়ায় তার ব্যান্ডমেট শখারজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটার সময় দু’জনই সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে তাদের গ্রেফতার করা প্রয়োজন হয়েছিল। জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটা অবস্থায় রহস্যজনকভাবে মারা যান। গোস্বামী ওই সময় জুবিনের কাছাকাছি সাঁতার কাটছিলেন, আর অমৃতপ্রভা মহন্ত পুরো ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেছিলেন বলে পুলিশের তথ্য। এর আগে আসাম পুলিশ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকনু মহন্তকে গ্রেফতার করেছিল। নতুন তথ্য অনুসারে, সিদ্ধার্থ ও শ্যামকনু মহন্তের বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছে। আসামের পুলিশি বিশেষ তদন্তকারী দল (SIT) জানায়, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার প্রমাণ...