কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে ভিপি সাদিক কায়েম শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পৌঁছান। রাত ১১টা ৫ মিনিটে তারা আবরারের কবর জিয়ারত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় অশ্রুসিক্ত হন। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর আবরারের হত্যাকাণ্ড ঘটে। সেই আবরারের কবরের পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি মোনাজাত করেন এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে ভিপি সাদিক কায়েম শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পৌঁছান। রাত ১১টা ৫ মিনিটে তারা আবরারের কবর জিয়ারত করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, স্থানীয় জনগণ এবং শিবির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।...