বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও সদ্য নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। আবরার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং নিজেই মোনাজাত করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরারের কবর জিয়ারত করেন সাদিক কায়েম। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া...