বিএনপির ইমেজ জামায়াতে ইসলামী বেশি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম করেছে, এর চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরেছে জামায়াত। এতে বিএনপির ইমেজ আরো বেশি ক্ষুণ্ন হয়েছে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে ছিল জামায়াত। ডাকসু ও জাকসুতে ব্যাপক জয় পাওয়ার পর তাদের নেতাদের কথা-বার্তা পরিবর্তন হয়ে গেছে। অতিআত্মবিশ্বাসী হয়ে পড়েছেন। তারা বোঝাতে চেয়েছেন এই ফলাফলই সারা দেশে হবে। জামায়াত নেতাদের এই পরিবর্তনটা জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত নেতারা চটকদার কথা বলছেন এবং একেক নেতা একেক রকম কথা বলছেন বলেও মন্তব্য করেন...