পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভিকে একহাত নিয়েছেন কারাবন্দি ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনির যেভাবে পাকিস্তানকে ধ্বংস করছেন, সেভাবে ক্রিকেটকে শেষ করে দিচ্ছেন নাকভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ট্রফি দেওয়া হয়নি চ্যাম্পিয়ন ভারতকে। এ নিয়ে বিতর্ক অব্যাহত। এতে প্রচণ্ড ক্ষুব্ধ ইমরান খান। জেলে বসে তিনি বলেছেন, ‘নাকভি ক্রিকেটকে সেভাবেই ধ্বংস করছে, যেভাবে মুনির পাকিস্তানকে করেছে।’ নাকভির সমালোচনা করেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও। তিনি জানিয়েছেন, একই সঙ্গে পাক বোর্ড এবং মন্ত্রিত্ব একজন মানুষের পক্ষে চালানো সম্ভব নয়। নাকভির উচিত যে কোনো একটি পদ থেকে সরে দাঁড়ানো। আফ্রিদি বলেন, ‘নাকভি সাহেবকে আমি অনুরোধ করছি, পাক বোর্ডপ্রধান এবং মন্ত্রিত্ব-দুটিই গুরুত্বপূর্ণ পদ। দুটি কাজেই অনেক...