আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। তবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে একসময় নিশ্চিত জয়ের ম্যাচটা হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তার ওপর অযথা রিভিউ নেওয়া ছিল দৃষ্টিকটু। নির্ধারিত কোটার রিভিউ দ্রুত শেষ হওয়ায় প্রয়োজনের সময় আর রিভিউ নিতে পারেনি বাংলাদেশ, যার শিকার হয়েছেন তানজিম সাকিব। টেনেটুনে ৪ উইকেটে জয়ের ম্যাচে শেষদিকে ব্যাট হাতে নামা তরুণ পেসার তানজিম সাকিবকে আম্পায়ার এলবিডব্লিউ দেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলটি ব্যাটে লেগেছিল এবং স্টাম্পও মিস করছিল। কিন্তু বাংলাদেশের হাতে কোনো রিভিউ না থাকায় তানজিম সাকিব ভুল সিদ্ধান্তের শিকার হন। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের কঠোর সমালোচনা করে নাসির লিখেছেন, ‘এতদিন ধরে ক্রিকেট খেলে, পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট...