দেড়শ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি করল তিন অঙ্কের রান, জয়টাকে তো তখন নিশ্চিতই মনে হচ্ছিল! এরপরই অ্যান্টি ক্লাইম্যাক্স। ৯ রানের এদিক ওদিকে ৬ উইকেট নেই। সবকটা রিভিউও গেছে হাত ফসকে। বাংলাদেশ তখন নিশ্চিত হার দেখছিল। ম্যাচটা পেন্ডুলামের মতো দুলে বাংলাদেশের পক্ষে এসে গেল এরপরই। রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে নুরুল হাসান সোহান গড়লেন ১৮ বলে ৩৫ রানের জুটি। তাতেই কঠিন হয়ে পড়া ম্যাচটা অবশেষে ৪ উইকেটে জিতল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। বাংলাদেশের রান তাড়ার শুরুটা ছিল দারুণ। ওপেনার তানজিদ হাসান আর পারভেজ হোসেন মিলে গড়েছিলেন শতরানের জুটি। দুজনেই ফিফটি করেছেন। পারভেজ ৩৭ বলে ৫৪ রান করেন। তানজিদ ৩৭ বলে ৫১ রান করেন। তাঁদের ব্যাটেই ১০৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে রশিদ খানের ঘূর্ণিতে হঠাৎই...