০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ এর পর্তুগাল আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। এ উপলক্ষে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে লিসবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১০টায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ...