যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি জনাকীর্ণ সিনাগগের (ইহুদি উপাসনালয়ে) বাইরে ছুরিকাঘাতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। হামলাকারী জিহাদ আল-শামি সিরীয় বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক। এই হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে। খবর বিবিসির। আল-শামি হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগের বাইরে লোকজনের ওপর গাড়ি চালিয়ে যাওয়ার পর ছুরি দিয়ে আক্রমণ করেন। পরে ঘটনাস্থলেই পুলিশ তাকে গুলি করে হত্যা করে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, এই হামলায় দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছিল, দ্বিতীয়জন গাড়ির ধাক্কায় ও তৃতীয়জন আক্রমণকারীকে থামানোর সময় আঘাত পান। হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩০ বছর বয়সী দুই পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও নিশ্চিত...