গাজায় যুদ্ধের অবসান ও বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যার বেশির ভাগ পরিকল্পনা এসেছে তাঁর পক্ষ থেকে। সমর্থন জানিয়ে এ পরিকল্পনায় কিছুটা গতি এনেছে জর্ডান, মিসর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিমপ্রধান দেশ। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। যদিও ট্রাম্পের প্রস্তাবে এক পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। এর আগে নেতানিয়াহু বারবার এর বিরোধিতা করেছেন। তিনি দ্বিরাষ্ট্র সমাধান মানে না বলেও মন্তব্য করেছিলেন। আলোচনার গতি রাখতে ট্রাম্প হামাসকে প্রস্তাবটি বিবেচনার জন্য তিন থেকে চার দিনের সময় দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণে বলা হয়, প্রস্তাবিত চুক্তিটি অনেকটা জো বাইডেনের এক বছর আগের পরিকল্পনার মতো। এ সময়ের মধ্যে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের...