ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করলেও ‘ম্যারিনেট’ নামে একটি জাহাজ এখনও গাজার পথে রয়েছে। এর অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও এবার তা স্পষ্ট হয়েছে। আল জাজিরার প্রতিবেদগাজার পথে একমাত্র ভেসে থাকা জাহাজ ‘ম্যারিনেট’ এর অবস্থান নিয়ে যা জানা গেলনে বলা হয়, পোলিশ পতাকাবাহী ‘ম্যারিনেট’-এ মোট ছয়জন আরোহী আছেন। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুসারে, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ২.১৬ নট (প্রায় ৪ কিমি/ঘণ্টা) বেগে এগোচ্ছে। বর্তমানে এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থান করছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। আয়োজকদের মতে, জাহাজটি এখনও স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত রয়েছে এবং সক্রিয় আছে। লাইভ স্ট্রিমেও দেখা যাচ্ছে, ‘ম্যারিনেট’ এখনও যাত্রায় রয়েছে। এর আগে...