বিভিন্ন উৎসবেও ঘুরে এসেছে সিনেমাটি। কিন্তু সিনেমার ‘হার্ডডিস্ক চুরি হয়ে যাওয়ায়’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেননি নির্মাতা। এবার সেই প্রতীক্ষার অবসান হচ্ছে, বড় পর্দায় আসছে ‘ঊনাদিত্য’। পরিচালক রাজীবুল হাসান গ্লিটজকে বলেন, “২০০৯ বা ২০১০ সালের দিকে আমি তখন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। সেসময় সিনেমার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছিল। এরপর আমার কাছে কোনো কপি ছিল না। ফলে তা আর কোথাও পাঠানো বা দেখানো সম্ভব হয়নি।” সিনেমাটি নতুনভাবে রিমাস্টারিং করে দর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন নির্মাতা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেইলার। রাজীবুল বলেন, “ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা। সম্প্রতি নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। ঊনাদিত্য সিনেমাটি দর্শক এখন ফাইভ-কে রেজল্যুশনে ৫ দশমিক ১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে দেখতে পারবে।” 'ঊনাদিত্য' সিনেমার কাহিনী এগিয়েছে তরুণ আলোকচিত্রী খালিদ সৈকতকে ঘিরে। এক...