০৩ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দামে। বৃহস্পতিবার (২ অক্টোবর) হোসেনপুরের হাট বার থাকলেও এদিন চড়া দামে কাঁচামরিচ বিক্রি হয়েছে। সাধারণত হাট বারে জিনিসপত্রের দাম কম থাকে বলে দেখা যায়। বাজারে প্রচুর পরিমানে কাঁচামরিচ থাকলেও দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এছাড়াও বিভিন্ন সবজির দামও অনেক বেশী দেখা গেছে। বাজার করতে আসা উপজেলার বাবুরহাট এলাকার কৃষক খেজমত আলী জানান, বাজারে সব জিনিসের আমদানী থাকলেও দাম অনেক বেশী। কাঁচামরিচ ও অনন্য জিনিস কিনতে এসেছি,কিন্তু দামের কারনে কিনতে পারছি না। হোসেনপুর বাজারের পল্টি ব্যাবসায়ী তারেক মিয়া জানান, কাঁচামরিচের দাম অস্বাভাবিক ভাবে বাড়ছে। এক্সে জিৎ-এর ক্ষুদে বার্তা, টলিউডে মিশ্র প্রতিক্রিয়া খুলনায় পৃথক ঘটনায় পিতাকে হত্যা ও সড়ক...