তপ্ত গরমে বৃষ্টি যেন নিয়ে আসে স্বস্তি। গাছপালা পায় নতুন প্রাণ, বাতাসে মিশে থাকে সজীবতা। তবে ক্রমাগত বৃষ্টি আর মেঘলা আকাশ অনেক সময় মনকেও বিষণ্ণ করে তোলে। এমন সময় নিজের পোশাকে কিছু রঙ যোগ করে আপনি কিন্তু সহজেই প্রাণবন্ত হয়ে উঠতে পারেন। লাভণ্য দ্য লেবেলের প্রতিষ্ঠাতা পূজা চৌধুরী বলেন, ‘কাদা-পানি আর হঠাৎ বৃষ্টিতে পোশাক অনেক সময় ঝামেলা তৈরি করতে পারে, কিন্তু সঠিক রঙের পোশাক পরলে আপনি সহজেই উদাস দিনগুলোকে উজ্জ্বল করে তুলতে পারেন। বৃষ্টির দিনে এমন কিছু রঙ বেছে নেওয়া যেতে পারে, যেগুলো শুধু ফ্যাশনেবলই নয়, আবহাওয়ার সঙ্গে মানানসই। যা আপনাকেও করে তুলবে প্রাণবন্ত।’ হলুদ মানেই সূর্যের আলো, উচ্ছ্বাস আর ইতিবাচকতা। বর্ষার সময় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন উজ্জ্বল হলুদের ঝলক মুহূর্তেই মন ভালো করে দিতে পারে। হালকা ডিজাইনের...