নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় “অসংখ্য ফাঁকফোকর” রয়েছে বলে মন্তব্য করেছে মিসর। শুক্রবার প্যারিসে ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব, তবে হামাস রাজি না হলে পরিস্থিতি ভয়াবহভাবে জটিল হয়ে উঠতে পারে। আব্দেলাত্তি জানান, মিসর কাতার ও তুরস্কের সঙ্গে समন্বয় করে হামাসকে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে রাজি করানোর চেষ্টা করছে। তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনায় বিশেষ করে গাজার ভবিষ্যত শাসনব্যবস্থা ও নিরাপত্তা কিভাবে স্থাপিত হবে—এসব খুঁটিনাটি বিষয়ে আরও আলোচনা প্রয়োজন; বহু ফাঁক পূরণ করা দরকার। মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি বলেন, যদিও পরিকল্পনায় এমন কিছু মূলনীতি আছে যা মিসরের অবস্থানগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখে — যেমন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি নয়, যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা, বন্দিদের মুক্তি এবং গাজা পুনর্গঠন— তবুও বাস্তবায়নে...