আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগলেও, নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। আলো ঝলমলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পায় আফগানিস্তান। শুরুটা ছিল শান্ত, কিন্তু প্রথম কয়েক ওভারে টাইগার বোলারদের আগুনঝরা স্পেলে আফগান ওপেনাররা কাঁপতে থাকে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের বোলিংয়ে মাত্র ৩১ রানের মধ্যে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০)। এরপর দলের কিছুটা ধারাবাহিকতা বজায় রাখলেও বাকিদের ব্যর্থতায় ৭৩ রানের মধ্যে আফগানরা হারায় ৫ উইকেট। তবুও রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ রানের ইনিংস দলকে কিছুটা ভরসা দেয়। ৯৫ রানে আউট হওয়ায় আবারও চাপের মুখে পড়ে আফগান...