স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ম্যানচেস্টারের উত্তরে ক্রাম্পসালে অবস্থিত ইহুদিদের একটি উপাসনালয়ের বাইরে এই হামলা হয়। হিটন পার্ক হিব্রু কংগ্রেসনাল সিনাগগের বাইরে এলোপাতারি ছুরিকাঘাত করে গাড়ি চাপা দিলে এক নারী ও এক পুরুষ নিহত হন। এসময় পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী যুবক। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ বছর বয়সী হামলাকারী...