০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম স্যোশাল মিডিয়ায় হরহামেশাই চোখে পড়ছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ ছবি। যা নজর এড়ায়নি অভিনেত্রীর। সম্প্রতি ভাইরাল সেই ছবিগুলো ভুয়া দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বচ্চন পরিবারের বউ। তার রেশ কাটতে না কাটতেই আবার দিল্লি হাইকোর্টে অভিনেত্রী ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে গুগলের বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করেছেন ঐশ্বর্য-অভিষেক। ১৫০০ পৃষ্টার অভিযোগ পত্রে বলা হয়েছে, অভিষেক-ঐশ্বর্যর ছবি ব্যবহার করে কফি মগ, টি-শার্ট তৈরি করা হচ্ছে। এছাড়া এআই দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নামসর্বস্ব এইসব ওয়েবসাইট ও ইউটিউবের লিঙ্ক অভিযোগ পত্রে দেওয়া হয়েছে। বলিউড সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, আদালতে জমা দেওয়া লিঙ্কগুলোতে রয়েছে, সালমান-ঐশ্বরিয়া একসঙ্গে নৈশভোজ,...