লালন-মারুফা জানান, নবজাতক শিশুর জন্মের পর মা মারুফা অসুস্থ হয়ে পড়েছিলেন, আর শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ছিল। খাবারের অভাব ও চিকিৎসার অসুবিধার কারণে দুই সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দা মোছাম্মত নূরুন্নাহার বেগম বলেন, “পাঁচটি সন্তান থাকলেও তারা খাওয়ার ব্যবস্থা করতে পারছে না। নবজাতক শিশু অসুস্থ, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।” বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী ও নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন বলেন, সরকারি স্বাস্থ্য অধিদপ্তর ও এনজিওগুলো যথাযথভাবে কাজ করলে এ ধরনের ঘটনা কমানো যেত। এই পরিবারকে আর্থিক...