ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভয়াবহ পানি সংকট, অতিরিক্ত জনসংখ্যার চাপ ও ভূমিধসের হুমকি বর্তমানে এই পদক্ষেপকে বাধ্যতামূলক করে তুলেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) হরমোজগান প্রদেশ সফরে পেজেশকিয়ান বলেন, “তেহরান, কারাজ ও কাজভিনসহ আশপাশের অঞ্চলে পানি সংকট চরমে পৌঁছেছে। এক দশকেরও বেশি সময় ধরে সমস্যা চললেও কার্যকর সমাধান হয়নি।” তিনি জানান, রাজধানী স্থানান্তরের প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর কাছে তোলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বর্তমানে তেহরানে ১ কোটির বেশি মানুষ বসবাস করছে এবং শহরটি ইরানের প্রায় এক-চতুর্থাংশ পানি ব্যবহার করছে। রাজধানীর পানি সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। সাধারণত ৭০ শতাংশ পানি আসে বাঁধ থেকে এবং ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে। কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় বাঁধগুলো দ্রুত...