সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ বিষয়ে তিনি বলেন, আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই। তিনি আরও অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে—শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত। তিনি বলেন, এখন বলা হয় ১৯৭১...