ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)’-এর ৪১টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় জিম্মি করা হয়েছে এসব জাহাজে থাকা ৪৪৩ জন অধিকারকর্মীকে। জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে মালয়েশিয়ার ২৩ জন নাগরিকও আছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ঘটনাটিকে তিনি ‘মানবিক মূল্যবোধের পতন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া আটক ব্যক্তিদের মুক্তি ও গাজায় সহায়তা পাঠানোর দাবিতে মালয়েশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জানা গেছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মালয়েশিয়ার নাগরিকদের মধ্যে গায়িকা হেলিজা হেলমি ও জিজি কিরানা, দেশটির প্রভাবশালী ব্যক্তি নুরুল হিদায়াহসহ বিভিন্ন জনপরিচিত মুখও রয়েছেন। জিম্মি নাগরিকদের বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সরকারের উচ্চপর্যায় থেকে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী...