গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে সাগরে । ফলে সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারাদেশেই এমন অবস্থা বিরাজ করছে। এটি আরও ৩ থেকে ৪ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই গুমোট মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। এর ফলে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই নিম্নচাপের কারণে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে। ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা...