বর্তমানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হোটেল প্রেসিডেন্ট উইলসনের রয়্যাল পেন্ট হাউস সুইটটি। যেটি এক রাতের ভাড়া ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯৬ লাখ থেকে এক কোটি ২০ লাখ টাকা। বিশিষ্ট রাজনীতিক, ধনী ব্যক্তিত্ব থেকে শুরু করে হলিউড তারকারা এখানে অবস্থান করে থাকেন। হোটেল প্রেসিডেন্ট উইলসনের বিশেষত্ব হচ্ছে— লেক জেনেভার পাড়ে অবস্থিত এ রয়্যাল পেন্ট হাউস থেকে পার্ক দে লা পার্ল দ্যু লাক মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরত্বে। সেখানে মাত্র ৫ মিনিট হাঁটলেই পৌঁছানো যায় দ্য মাইন্ডএসকেপ ও পাকিস বাথসে। কাছেই রয়েছে শপিং সেন্টার ও জেনেভা রেলস্টেশন। সেখানেই রয়েছে মানোর জেনেভ ডিপার্টমেন্ট স্টোর। হোটেল থেকে বাসস্টপ মাত্র ৫ মিনিট হাঁটার দূরত্ব এবং জেনেভা রেলস্টেশন ১০ মিনিটের।...