০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম গাজা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন, সেটার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এই ঘোষণা এসেছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জালের কাছ থেকে; তিনি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করছে এবং শীর্ষ পর্যায়ে তাদের অবস্থান প্রকাশ করা হবে—তবে তা হবে ফিলিস্তিনি জনগণের স্বার্থরক্ষার নির্দেশে। গত সোমবার ট্রাম্প একটি ২০ দফার প্রস্তাব প্রকাশ করেন, যাতে গাজার যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি সংক্রান্ত নিয়মাবলি রয়েছে। এই প্রস্তাবকে কেন্দ্র করে ইসরায়েল সম্মতি জানিয়েছে—প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সমর্থন করেছেন। এরপর হামাসের মধ্যে আলোচনা চলছে কেননা, সময় তাদের উপর চাপ বাড়ছে—নাজ্জালের কথায় “সময় আমাদের ঘাড়ের ওপর তলোয়ার হয়ে ঝুলছে।” ট্রাম্প আগে বলেছিলেন, হামাসের...