এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, রাস্তায় লোকজন কম থাকার কারণে এখন পর্যন্ত কোনও ট্রিপ হয়নি। ট্রিপের জন্য অপেক্ষা করছি। খোঁজ নিয়ে যায়, রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলি, মহাখালী, উত্তরা, সায়দাবাদ, যাত্রাবাড়ী এসব রাস্তার অবস্থা একই রকম। গণপরিবহন কমের পাশাপাশি প্রাইভেট কার, সিএনজি, রিকশা অটোরিকশা কম। অনেকটাই ফাঁকা এসব এলাকার রাস্তা। রামপুরা ব্রিজে উত্তরা যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রী আরিফ জানান, তিনি তার এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। প্রতিদিন এই রাস্তায় ভিক্টর, আকাশ কিংবা অনাবিল হরহামেশাই পাওয়া যেতো আর আজ ১০ মিনিটের বেশি বাসের জন্য অপেক্ষা...