ড. ইউনূস এবং তার সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করছে। আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতারা ফিরে আসবে— এই আশঙ্কা করা, আলোচনা করা এটাও এক ধরনের রাজনীতি বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এ শঙ্কার কথা জানান তিনি। মাসুদ কামাল বলেন, যখন শেখ হাসিনা চলে গেলেন এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তখন আমি বহু জায়গায় বলেছি এবং আমার এটা বিশ্বাস ছিল যে, শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড। শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। আমি এটাও মনে করতাম, শেখ হাসিনার যারা খুব ক্লোজ সঙ্গী— উনার মন্ত্রীরা, উনার সেন্ট্রাল কমিটির যারা...