লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা মা মজিরন বেগম (৭০) ও ছয় বছরের ছেলে শাহীনকে নিয়ে পথে পথে ভিক্ষা করছেন বীর মুক্তিযোদ্ধা মো. আকতার হোসেনের কন্যা শেফালী বেগম (৩৪)। অভাব এত তীব্র যে একদিন শেফালী ভিক্ষা করতে না বের হলে, তাদের মা-মেয়ের ওষুধ ও খাওয়াদাওয়া বন্ধ থাকে। এই পরিবার যখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, মুক্তিযোদ্ধার অন্য পরিবার সব ধরনের সুবিধা ভোগ করছে। বঞ্চনা ও দুরবস্থা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে। সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট ও খোচাবাড়ি এলাকায় নামমাত্র ভাড়া ঘরে বসবাস করছেন মজিরন, শেফালী ও শিশু শাহীন বাবু। ঘরের মেঝেতে শুয়ে আছেন শারীরিক প্রতিবন্ধী মজিরন বেগম। বৃদ্ধা একা উঠতে পারছেন না, তাই মেয়ে শেফালীকে সর্বদা তার সেবায় ব্যস্ত থাকতে হয়। ছয় বছরের শাহীন...