০৩ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম আমেরিকা ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে চলতি বছরের ডিসেম্বর মাসে ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের এই সিদ্ধান্ত এক সময়ের ঘনিষ্ঠ দেশ দুটির মধ্যে কিছুটা ফাটল সৃষ্টি করলেও, পুতিনের ভারত সফরের ঘোষণা নতুন কৌশলগত সংযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। ভারত এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কের প্রেক্ষিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২৭ আগস্ট থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে বৃদ্ধি করেছেন। এর ফলে ভারত-আমেরিকা বাণিজ্য ও রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে। এই প্রেক্ষাপটে, পুতিন চলতি বছরের ৫ বা ৬ ডিসেম্বর ভারত সফর করবেন এবং দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...