অক্টোবর মাস ঘিরে নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির একটি বড় পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নস্যাৎ হয়েছে। সেপ্টেম্বরে দেশে অরাজকতা সৃষ্টির যে ষড়যন্ত্র হয়েছিল, তা-ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভেস্তে যায়। জানা যায়, আওয়ামী লীগের একটি অংশ এই 'মাস্টারপ্ল্যান' নিয়ে এগোচ্ছিল। অন্তর্বর্তী সরকারকে হটাতে নতুন কৌশলএবার অন্তর্বর্তী সরকারকে হটাতে দলের পলাতক নেতারা দেশি ও বিদেশি সহকারীদের সহায়তায় রাজধানী ঢাকায় বড় কিছু করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে ধারণাপত্র ও সতর্কবার্তা প্রদান করেছে। সরকারের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাসরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। অক্টোবর ঘিরে এই ষড়যন্ত্রের বেশ কিছু...