ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলায় বৃহস্পতিবার একদিনেই আরও ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে গাজা সিটির লাখো বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার জন্য ‘শেষ সুযোগ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা সিটিতে যারা থেকে যাবেন, তাদের ‘সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে গণ্য করা হবে। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গণমাধ্যমটি জানায়, গাজায় ইসরায়েলি বিমান ও স্থল আক্রমণে বৃহস্পতিবার সকাল থেকে কমপক্ষে ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে শহর ছাড়তে অস্বীকৃতি জানালে সামরিক শক্তি প্রয়োগের সর্বোচ্চ মাত্রা ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সহযোগী’ হিসেবে দেখা হবে। আল জাজিরা জানায়, লাগাতার হামলায়...