গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার ঘটনায় বাংলাদেশ গভীর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই আটক ও কর্মীদের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার প্রতি চরম অবমাননার উদাহরণ। বাংলাদেশ অবিলম্বে সকল আটক কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিবৃতিতে ইসরায়েলের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখল প্রত্যাহার, আন্তর্জাতিক মানবাধিকার আইন মানা, এবং গাজায় মানবিক...