নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। এই ম্যাচে নিজের গতি এবং সুইং দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেরেছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। ম্যাচের প্রথম ওভারেই দুর্দান্ত দুই লেট ইনসুইঙ্গারে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ শেষে এবার জানালেন মাঠে নামার আগের কিছু গল্প। গতকাল ম্যাচের শুরুতেই পাকিস্তানি ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিনকে ফিরিয়েছেন মারুফা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। মারুফার প্রথম ওভারে উইকেট শিকারি ইনসুইং বলের প্রশংসায় ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসির প্রকাশিত তার বোলিংয়ে মুহূর্তে হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা আক্তার জানিয়েছেন খেলার আগে মায়ের কাছ থেকে দোয়া নেয়ার গল্প। তিনি বলেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সূরা...