২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো মোট ২০টি দল মাঠে নামবে বৈশ্বিক এই আসরে। এর মধ্যে ইতোমধ্যেই ১৭টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে। নেদারল্যান্ডসের পাশাপাশি বিশ্বকাপের টিকিট কেটেছে ইতালি। এটাই প্রথমবার ইতালির কোনো ক্রিকেট দল বিশ্বকাপের মূল আসরে খেলতে যাচ্ছে। ফুটবলে সাফল্যের জন্য পরিচিত দেশটি এবার ক্রিকেট ইতিহাসেও লিখল নতুন অধ্যায়। অনেকদিন ধরে অবকাঠামো ও বয়সভিত্তিক ক্রিকেটে বিনিয়োগ করার ফল মিলেছে এই কোয়ালিফিকেশনে। আমেরিকাস অঞ্চলের কোয়ালিফায়ারেও এসেছে চমক। ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে কানাডা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ফলে দীর্ঘদিন পর আবারও বিশ্ব আসরে দেখা...