০৩ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় লেকে ঘটে, যেখানে অস্থায়ী সেতুর ওপর পার্ক করা একটি ট্রলি লেকে পড়ে যায়। এই ঘটনা স্থানীয় এবং রাজ্য প্রশাসনের মধ্যে দুঃখ ও শোকের ছায়া ফেলেছে। দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিকাল ৫টার দিকে খান্ডোয়া জেলার অস্থায়ী সেতুর ওপর রাখা ট্রলি লেকে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রলিতে প্রায় ৩০ থেকে ৩২ জন মানুষ ছিলেন। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ছয়জন এবং এক নাবালক রয়েছে। আহত তিনজন মেয়েকে হাসপাতালে ভর্তি করা...