প্রিন্স অব ওয়েলস উইলিয়াম বলেছেন, রাজা হলে তিনি রাজতন্ত্রে পরিবর্তন আনবেন। এমন এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন যেখানে প্রিন্স উইলিয়াম অন্য যে কোনো দিনের তুলনায় বেশি খোলামেলা অভিব্যক্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রাসাদ সূত্র। উইলিয়াম অ্যাপল টিভি+ এর দ্য রিলাকটেন্ট ট্রাভেলার অনুষ্ঠানের জন্য অভিনেতা ইউজিন লেভিকে এ সাক্ষাৎকার দেন বলে জানিয়েছে বিবিসি। দুজনের কথোপকথনের এক পর্যায়ে লেভি উইলিয়ামের কাছে রাজা হিসাবে তার ভবিষ্যৎ ভূমিকা কী হতে পারে তা জানতে চান। “পরিবর্তন যে আমার এজেন্ডার মধ্যে আছে তা নিশ্চিন্তে বলা যায় বলে মনে করি আমি। ভালোর জন্য পরিবর্তন, আমি একে সাধুবাদ জানাই, আমি সেই পরিবর্তনকে পছন্দ করি। “আমি একে ভয় পাই না, কিছু পরিবর্তন আনতে পারবো এই ভাবনা আমাকে উদ্দীপ্ত করে। একেবারে আমূল পরিবর্তন নয়, তবে পরিবর্তন, যা হওয়া দরকার বলে...