০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। অর্থাৎ দেশটির ফেডারেল সরকার কার্যত শাটডাউন অবস্থায়। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট ও অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতি আরও কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। মূল বিরোধের বিষয় হলো ওবামা কেয়ার ভর্তুকি সংক্রান্ত বাজেট। শাটডাউনের কারণে হাজারো সরকারি কর্মী কাজ থেকে ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারেন। হোয়াইট হাউজ জানিয়েছে, কিছু অপরিহার্য সংস্থা ও কার্যক্রম চালু থাকবে। তবে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি (WIC) কর্মসূচি নিয়ে, যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা প্রদান করে। প্রায় ৭০ লাখ মানুষ এই কর্মসূচির উপর নির্ভরশীল। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এর তহবিল...