বাউফলে জুলাই অভ্যুত্থানের স্বাস্থ্য কার্ডধারী আহত আরিফুল রহমান মুন্সি নামের একজনকে সামান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জুলাই যোদ্ধার আরিফুর রহমামের স্ত্রী শান্তা বেগমের দাবি করেন, স্থানীয় প্রভাবশালী একজন ব্যক্তিগত তার সাথে সময় কাটাতে চাইলে, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়েই তাকেসহ তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২অক্টোবর) রাতে আহত আরিফকে গ্রেফতার করে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা। শান্তা বেগমের অভিযোগ করে বলেন, ৮ বছর ও ৭ বছরের দুই শিশু সন্তান নিয়ে তারা কালিশুরি বানিজ্যিক এলাকায় ভাড়া থাকেন। পাশের বাসার ভারাটিয়া এক নারীর সাথে তুচ্ছ ঘটনায় তার কথা-কাটাকাটি হয়। হাতাহাতিতে ওই নারী সামান্য আঘাত পায়। পরে স্থানীয় প্রভাবশালী মাহতাব মোল্লা বিষয়টি আপোষ মিমাংসার কথা বলেন। মাহতাব তাকে প্রস্তাব দেন ব্যক্তিগত ভাবে...