উত্তরা আব্দুল্লাহপুর সুইচ গেইট এলাকা থেকে ভুয়া পরিচয় দানকারী সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লুৎফর রহমানকে আটক করেছে উত্তরা দিয়াবাড়ী আর্মি ক্যাম্প সেনাবাহীনির সদস্যরা। দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা জানায়,ঔ ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন স্থানীয় বাজারে চাপ প্রয়োগ করে অবৈধ ভাবে অর্থ আদায় করে আসছে। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সুইচ গেট, আব্দুল্লাহপুর এলাকা থেকে মোঃ লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বলে মিথ্যা দাবি করেন। সেনা সদস্যরা আরো জানান, সন্দেহভাজন ঔ ব্যক্তি জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণিত হয়েছে এবং ভুয়া পরিচয় উপস্থাপন করে...