গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের পর উত্তেজনা আরও বেড়েছে। আটক ব্যক্তিদের ইতোমধ্যে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে শুধু একটি নৌকা গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে অগ্রসর হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলের সেনারা গাজা উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে তৎপরতা বাড়িয়েছে। এর ফলে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার জন্য ‘শেষ সুযোগ’ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন “যারা গাজায় থেকে যাবে, তাদের সন্ত্রাসী বা সন্ত্রাসবাদ-সমর্থক হিসেবে ধরা হবে।” হামাস এই মন্তব্যকে ‘চরম ঔদ্ধত্যের প্রতিফলন’ হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সেনারা ঘোষণা করে, গাজার প্রধান উপকূলীয় সড়ক আল-রশিদ স্ট্রিট দুপুর থেকে দক্ষিণমুখী চলাচলের জন্য বন্ধ থাকবে।...