টানা বৃষ্টির কারণে এক লাফে বেড়ে কাঁচা মরিচের কেজি ৩২০ টাকায় পৌঁছেছে। কয়েক দিন আগেও যার দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, শুধু মরিচ নয় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী। পেঁয়াজ কেজিতে ২ টাকা বেড়ে এখন ৭০ টাকা। আদা বিক্রি হচ্ছে ১৬০–১৭০ টাকায়, আলুর দাম কেজিতে ২২ টাকা। চালের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে মিনিকেট চাল কেজি ৭০ থেকে বেড়ে ৭৮ টাকা, আর মোটা চাল ৫৫ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। টমেটো কেজিতে ১০ টাকা বাড়িয়ে এখন ১১০ টাকা, বেগুন ১০০ টাকা, পটল ৮০ টাকা...