নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে।সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য গোপন প্রত্যক্ষ ভোটে অংশ নেবেন এই নির্বাচনে। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য একজন আমির নির্বাচিত হন, যিনি পরবর্তীতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বাছাই করেন। বর্তমান আমির ডা. শফিকুর রহমান-এর দ্বিতীয় মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। তিনিই ২০১৯ সালে প্রথমবারের মতো আমির নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। দলের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এবার নির্বাচন ঘিরে দুইটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে: একটি প্যানেলে আছেন: ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান, ও সাবেক সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে আছেন: ডা. শফিক, মুজিবুর রহমান, এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৫...