ইসরায়েলি বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে একত্রিত হয়। এ সময় তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেন। বক্তারা ত্রাণবাহী জাহাজ ও ত্রাণকর্মীদের মুক্তির দাবি জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ বলেন, ‘গাজার উদ্দেশ্যে যে জাহাজগুলো পাঠানো হয়েছে, তা মুক্ত করে অতিবিলম্বে ত্রাণ পাঠানো হোক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।’ বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সজিব বলেন, ফিলিস্তিনিদের প্রতি যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে পুরো বিশ্বকে সোচ্চার হতে হবে। গাজায় শিশুরা অনাহারে, অর্ধাহারে রয়েছে, তাদের সহায়তায় যে...