গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ বলে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তার দাবি, এটি কোনো শান্তি উদ্যোগ নয়, বরং ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করানোর পরিকল্পনা। শুক্রবার ৩ অক্টোবর এক ফেসবুক পোস্টে মাহাথির লেখেন, এই প্রস্তাব হামাসকে দেওয়া কোনো শান্তি আহ্বান নয়; বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নাও, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে। তিনি বলেন, ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে এই প্রস্তাব তৈরি করেছেন, যা ইসরায়েলের দখল নীতির অংশ হিসেবেই কাজ করবে। ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে। তিনি আরও উল্লেখ...